Monday , 27 October 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চকরিয়া
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. টেকনাফ
  13. ঢাকা
  14. দিনাজপুর
  15. দিনাজপুরের

টেকনাফে জোড়া আঘাতে দক্ষিণ লম্বরীতে ৬ ও নোয়াখালীপাড়ায় ৮ ভুক্তভোগী উদ্ধার এবং মানব পাচারকারী চক্রের ৩ সদস্য আটক

প্রতিবেদক
admin
October 27, 2025 4:16 am

টেকনাফে জোড়া আঘাতে দক্ষিণ লম্বরীতে ৬ ও নোয়াখালীপাড়ায় ৮ ভুক্তভোগী উদ্ধার এবং মানব পাচারকারী চক্রের ৩ সদস্য আটক

রেজাউল করিম শরীফ টেকনাফ প্রতিনিধি::
মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) রাতব্যাপী দুইটি সফল অভিযান চালিয়ে পাচারকারী চক্রের নীল নকশা গুঁড়িয়ে দিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে গভীর রাতে নোয়াখালীপাড়াতে ০৮ (আট) জনকে উদ্ধারের পর, আজ মধ্যরাতে দক্ষিণ লম্বরী এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে গভীর সাগরে পাচারের মুহূর্তে ০৬ (ছয়) জন নিরীহ ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ সময়, অভিযান চলাকালে ০৩ (তিন) জন মানব পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় যে, মানবপাচারের সংগঠিত চক্রটি টেকনাফের নোয়াখালী পাড়ার আবু তাহেরের বাড়িতে ও দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে বেশ কয়েকজন জিম্মিকে সমুদ্রপথে বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে একত্রিত করে রেখেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়কের নির্দেশনা অনুযায়ী একাধিক অভিযান পরিচালনার জন্য তাৎক্ষণিক পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী ২৫ অক্টোবর রাত আনুমানিক ২১৩০ ঘটিকায় নোয়াখালী পাড়ার আবু তাহেরের বাড়িটি ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ০৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মানবপাচার চক্রের সক্রিয় সদস্য আবু তাহেরসহ ০২ জন পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়। পরবর্তীতে, রাত আনুমানিক ০১৩০ (২৬ অক্টোবর) ঘটিকায় দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে অপর আরেকটি অভিযান পরিচালনা করে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা ০৬ জনকে এবং মূল অভিযুক্ত মোহাম্মদ শফিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তবে পাচার চক্রের অন্যান্য সদস্যরা রাতের আঁধারে সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) পরিচালিত সমন্বিত, দ্রুত ও কার্যকরী অভিযান মানবপাচারকারীদের অশুভ উদ্দেশ্য ও ভুক্তভোগীদেরকে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবনসংহারি সমুদ্রযাত্রা থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করেছে, যা সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে বিজিবির অঙ্গীকার ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত।

আটকৃত আসামীর বিস্তারিত ঠিকানাঃ ১নং মোঃ আবু তাহের (৬৯), পিতা-আমির হোসেন। ২নং দিলদার বেগম (৩৮), স্বামী-আবু তাহের, উভয়ের ঠিকানাঃ সাং-নোয়াখালী পাড়া (বড় ডেইল, জাহাজপুড়া), ০৯ নং ওয়ার্ড, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
৩নং মোহাম্মদ শফি (৩২), পিতা-আলী হোসেন, সাং-উত্তর জালিয়া পাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

পলাতক আসামীদের তালিকাঃ
১নং ফাইসেল, পিতা-আমির আহমদ ২নং সাইফুল, পিতা-মৃত হাফেজ আহমদ ৩নং নুরুল মোস্তফা, পিতা-জহির ৪নং মোঃ উল্লাহ, পিতা-অজ্ঞাত ৫নং সাইদ, পিতা-আব্দুস ছামাদ ৬নং হারুন প্রকাশ বাবুল, পিতা জালাল উদ্দীন। সকলের ঠিকানাঃ সাং-দক্ষিণ লম্বরী, ০৩ নং ওয়ার্ড, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার ৭নং মোঃ ফিরোজ (৩৭), পিতা- মৃত আব্দুল মোন্নাফ,সাং-রাজাছড়া, ওয়ার্ড নং-০১, ইউনিয়ন-টেকনাফ, পোষ্ট-মিঠাপানি ছড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “আজকের রাতটি টেকনাফ সীমান্তে মানব পাচারকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর জন্য একটি চরম দুঃসংবাদ। মানব পাচার বিরোধী সফল অভিযানগুলোই বিজিবির দৃঢ় অবস্থানের স্পষ্ট বার্তা, যেকোনো অপরাধীর জন্যই টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্রের জলসীমা পর্যন্ত এক ইঞ্চি জায়গাও নিরাপদ নয়। মানবতা বিরোধী এহেন জঘন্য অপরাধ আমরা কোনোভাবেই বরদাশত করব না। আমাদের এই ধারাবাহিক ও কঠোর নজরদারি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

  • উদ্ধারকৃত ১৪ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটককৃত ০৩ জন মানব পাচারকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। বিজিবি দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং সীমান্ত স্থিতিশীলতা নিশ্চিতকরণে সদা বদ্ধপরিকর।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা” শিক্ষক-শিক্ষার্থীসহ “নিহত” ১৫

পিআর ও জুলাই সনদের দাবীতে কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

হোয়াইক্যংয়ে অপহরণের ১০ ঘন্টা পরে, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন সিএনজি চালক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদা গ্রেপ্তার 

হোয়াইক্যংয়ে জামায়াতের সমর্থনে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিতর্কিত’ ৩ জাতীয় নির্বাচন: সাবেক তিন সিইসির বিরুদ্ধে” মামলা”

হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনছিপ্রাং এর সর্বস্তরের জনগণের সাথে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের হাত পাখার প্রার্থী জননেতা হাফেজ মাওলানা মুফতি নূরুল বশর আজিজীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিদের ধাওয়া খেয়ে গরু নিয়ে পালালো বিএসএফ