আহত সাংবাদিক মাহফুজকে দেখতে ছুটে গেলেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী
কক্সবাজার জেলা বিএনপির উপদেষ্টা প্রয়াত আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান সাহেবের সুযোগ্য সন্তান, সাবেক ছাত্রনেতা ও বর্তমান মৎস্যজীবী দলের সহ-সভাপতি মাহফুজুর রহমান মাসুম আহত হওয়ায় তাকে দেখতে তার বাসায় ছুটে যান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বুধবার সন্ধায় বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি আহত মাহফুজের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তার সাথে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি, অ্যাডভোকেট হাসান সিদ্দিকী,
উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব জুনায়েদ আলী চৌধুরী, উপজেলা বিএনপির বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম উসমান গনি,টেকনাফ উপজেলা কৃষক দলের সভাপতি,সাবেক ছাত্রনেতা জনাব গিয়াস উদ্দিন,
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার, উপজেলা মৎসজীবি দলের সদস্য সচিব আবুল কালাম সিকদার
সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বলেন, মাহফুজুর রহমান মাসুম দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও কর্মপ্রবাহে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন তারা।


















