ডেস্ক রিপোর্টঃ-
মানিকগঞ্জে ‘কিশোর গ্যাংয়ের’ দৌরাত্ম্য আবার বাড়ছে। কিশোরেরা ধারালো অস্ত্র নিয়ে মারামারি, মেয়েদের উত্ত্যক্ত, মাদক সেবন, বিকট শব্দে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসী উদ্বিগ্ন।
সম্প্রতি শহরে দুই দল কিশোরের মধ্যে ধারালো চাপাতি ও চায়নিজ কুড়াল নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় এসএসসি পরীক্ষার্থী এক কিশোর। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলাও হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অভিযোগে আজ রোববার ১৫ থেকে ১৭ বছর বয়সী আরও ১৩ জন কিশোরকে আটক করেছে পুলিশ।