ডেস্ক রিপোর্টঃ-
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার মাসিক দায়িত্বশীল সমাবেশ শহর আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলের পরিচালনায় বক্তব্য রাখেন
নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুর রশিদ, মোহাম্মদ শহিদুল্লাহ ও কামরুল হাসান, বায়তুল মাল সম্পাদক মাশরুর নিশাত এবং শ্রমিক নেতা এমইউ বাহাদুরসহ সংশ্লিষ্ট ওয়ার্ড সভাপতি – সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে মাসিক কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয় এবং কর্ম পরিকল্পনা গৃহীত হয়।
সমাবেশে দায়িত্বশীলদের উদ্দেশ্য শহর আমীর আবদুল্লাহ আল ফারুক বলেন, ছাত্র-জনতার বিপ্লব আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিজয়ের সূচনা হয়েছে। এই বিজয় পূর্ণাঙ্গ হবে যখন বাংলার জমিনের আল্লাহর বিধান কায়েম হবে। যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন মানুষ ন্যায়বিচার ও মৌলিক অধিকার পাবে। অধিকার পেতে মানুষকে তখন আর রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না। এখন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে সংগঠন আন্দোলন করে আসছে, সেই সংগঠনের তথা জামায়াতের দিকে মানুষ দলে-দলে ধাবিত হচ্ছে ।
তিনি আরো বলেন, বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও টেঁকসই গণতন্ত্রের ব্যাপারে যদি আমরা দ্বিমত করি তাহলে সকল শহীদদের সাথে আমাদের বেঈমানী করা হবে। কারণ এই লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। দেশের জনগণ স্বচ্ছ নির্বাচন ও দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চায়।