প্রকাশিত সংবাদের প্রতিবাদ
হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া এলাকার মৃত আবুল মঞ্জুরের ছেলে কবির আহমদ গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সম্প্রতি একটি অনিবন্ধিত ফেসবুক পেইজে “লবণ চাষি থেকে ইয়াবা সম্রাট কবির আহমেদ” শিরোনামে একটি মনগড়া ফটোকার্ড প্রচার করা হয়। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে কবির আহমদ বলেন..
আমি দীর্ঘদিন ধরে ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। এলাকায় একজন সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে আমার পরিচিতি রয়েছে। আমাকে, আমার পরিবারকে সবাই খুব ভালোভাবেই জানে আমরা কেমন জীবনযাপন করি। কে বা কারা ষড়যন্ত্রমূলকভাবে কিংবা কৌতুকের ছলে এসব মিথ্যা তথ্য প্রচার করেছে, আমি সেটি জানি না। তবে এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও জানান, উক্ত ফেসবুক পেইজের মন্তব্য বিভাগেও অনেকে পোস্টটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর অসত্য তথ্যপ্রকাশের বিরোধিতা করেছেন।
অতএব, প্রকাশিত মিথ্যা ও অসত্য তথ্যের বিরুদ্ধে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যম ও পেইজ প্রশাসনকে ভুয়া পোস্ট অপসারণের অনুরোধ জানান এবং ভবিষ্যতে এমন অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান।

















