আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা মডেল মাদ্রাসা ও হেফজখানার শুভ উদ্বোধন
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা মডেল মাদ্রাসা ও হেফজখানার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নব প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খারাংখালী খাদেমুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা নুর হোসাইন হালীম, শিক্ষা পরিচালক মাওলানা মোহাম্মদ হুসাইন মক্কি, সাবেক ইউপি সদস্য আব্দুল জাব্বার, কানজরপাড়া ইমাম বোখারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রশীদ আহমদ, কানজরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার রফিকুল ইসলাম,
টেকনাফ চৌধুরী পাড়া হাজী শাহ জাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোফিজুল আলম
তালীমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জালাল উদ্দিন, বিশিষ্ট ওয়ায়েজে দ্বীন মাওলানা ক্বারী আব্দু রহিম, , নব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কামাল হোসাইন ও মীর মোর্শেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির শুভ সূচনার জন্য আল্লাহর নিকট দোয়া করেন এবং মাদ্রাসাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

















