হাফেজ মুহাম্মদ কাশেম,
উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজন জামাতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ৭ মে (বুধবার) সকাল ৭টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেহাম্মদ শফির বিল গ্রামের শ্বশুর সলিমউল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পারিবারিক সুত্রের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে শ্বশুর বাড়ির লোকজন জামাতা রশিদ আহমদকে (৩৫) পিটিয়ে মাথায় গুরুতর আহত করে। সে উপজেলার রতœাপালং ইউনিয়নের বড়বিল এলাকার সুলতাল আহমদের ছেলে। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ##