Sunday , 18 May 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. জাতীয়
  9. টেকনাফ
  10. ঢাকা
  11. দেশজুড়ে
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. রাজবাড়ী
  15. সাতক্ষীরা

ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে ২৪ ঘণ্টায় আরও ১২৫ ফিলিস্তিনি” নিহত’

প্রতিবেদক
admin
May 18, 2025 11:07 am

ডেস্ক রিপোর্টঃ-
দখলদার ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজায় তাদের বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। যাতে গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩৬ জনকে হত্যা করা হয়েছে আল-মাওয়াসির তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’। 
রোববার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর তীব্র হামলার ফলে উত্তর গাজার সমস্ত সরকারি হাসপাতাল বন্ধ হয়ে গেছে।
গাজায় নতুন করে স্থল আক্রমণের জন্য ইসরাইলের তৎপরতা এবং কাতারে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার সময় এই হামলাগুলো করা হয়েছে। 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত ৫৩,৩৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২১,০৩৪ জন আহত হয়েছেন। 
তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০-এরও বেশি বলে জানিয়েছে। তাদের মতে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, গাজার নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইল অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে, বিশেষ করে তেলআবিবসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ওই অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদ সংস্থাগুলো। সেই সঙ্গে ইসরাইলের গুরুত্বপূর্ণ বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠীর তথ্য শাখার উপপ্রধান নাসরেদ্দিন আমের এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, গাজায় ইসরাইলি আগ্রাসনের জবাবে ইয়েমেন এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। 
তিনি বলেন, ‘ইসরাইলি দখলকৃত ভূখণ্ডের সব বিমানবন্দর এখন অনিরাপদ। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর উচিত ইসরাইলগামী ফ্লাইট এড়িয়ে চলা’।
নাসরেদ্দিন আমের হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় হামলা বন্ধ না হলে এবং অবরোধ না তোলা হলে ইয়েমেনি সামরিক অভিযান আরও জোরালো ও ঘন ঘন হবে। সূত্র: ‍আল-জাজিরা ও ইরনা

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে কমিউনিটির সংগৃহীত উপকরণ দিয়ে তরুণ-তরুণীদের সেতু নির্মাণ

শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত

তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চে হামলার নিন্দা তিন ছাত্রসংগঠনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলনের টেকনাফ উপজেলা ‘উত্তর শাখার কমিটি গঠন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলনের টেকনাফ উপজেলা ‘উত্তর শাখার কমিটি গঠন

বংশালে সড়কের ওপর মালামাল রাখায় ৫ জনকে জরিমানা

টেকনাফে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত।

টেকনাফ উপজেলার হোয়াইক্যং এর দুই জেলেকে নাফনদী থেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

হোয়াইক্যং রইক্যং বড়খিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পারভীন আক্তার ও তার দুই ভাই গুরুতর আহত

ভারত–পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হওয়া আইপিএল ক্রিকেট খেলা শনিবার থেকে শুরু

কক্সবাজাররে মামলায় এনসিপি নেতা কারাগারে, প্রতিবাদে সড়ক অবরোধ, মশালমিছি