খেলা ডেস্কঃ-
ভারত–পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হওয়া আইপিএল আগামী ১৭ মে শনিবার পুনরায় শুরু হয়ে শেষ হবে ৩ জুন। আজ রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
৯ মে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় এবারের আইপিএলের বাকি অংশ। পুনরায় শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬টি ভেন্যুতে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই ও আহমেদাবাদ। মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে অফের ভেন্যু পরে জানাবে বিসিসিআই। তবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোর দিন–তারিখ ঠিক করা হয়েছে। ২৯ মে হবে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন। পরিবর্তিত সূচিতে মোট ১৭ ম্যাচের মধ্যে ১৩টি লিগ ম্যাচ এবং বাকি ৪টি ম্যাচ খেলা হবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত।