ডেস্ক রিপোর্টঃ
কয়েক মৌসুম আগেও চ্যাম্পিয়নস লিগে নিয়মিত খেলত সেভিয়া। সাতবার চ্যাম্পিয়ন হয়ে ইউরোপা লিগের সফলতম দল তারাই।
সেই সেভিয়া এখন ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া দূরে থাক, লা লিগায় টিকে থাকতে রীতিমতো সংগ্রাম করছে।
সর্বশেষ গতকাল রাতে লিগে সেল্তা ভিগোর মাঠে ৩-২ গোলে হেরেছে সেভিয়া। এরপর নিজেদের শহরে ফেরার পর সমর্থকদের তোপের মুখে পড়ে পুরো দল। বাধ্য হয়ে অনুশীলন মাঠে রাত কাটাতে হয় খেলোয়াড় ও অন্যদের।