হাফেজ মুহাম্মদ কাশেম
টেকনাফে অপহরণকারীদের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে বিজিবি। উপজেলা সদর দক্ষিণ লম্বরী এলাকার কুখ্যাত মানব পাচার চক্রের হোতা সাইফুলের আস্তানা থেকে শনিবার দিবাগত রাতে তাদের উদ্ধার করা হয়।
রবিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই টেকনাফে অপহরণ চক্রের বিরুদ্ধে বিজিবির অভিযান চলছে। মালয়েশিয়া পাচারের জন্য বেশ কিছু বাংলাদেশি নাগরিকে অপহরণ করে জিম্মি করেছে এমন খবর পেয়ে লেঙ্গুরবিলে হাফেজ আহমেদ ছেলে সাইফুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১৪ জন বাংলাদেশীকে উদ্ধার করা হয়। বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে দালালের মাধ্যমে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে নানা ধরনের প্রলোভন দেখিয়ে তাদের এনে জিম্মি করে দুর্গম আস্তানায় রাখা হয়। অপহরণকারীরা ভিকটিমদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিলেন। মুক্তিপণের জন্য শারীরিক নির্যাতনও চালানো হয়।
তিনি আরো জানান, কুখ্যাত অপরাধী চক্রটির সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত ভুক্তভোগীদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ##