Friday , 9 May 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. জাতীয়
  9. টেকনাফ
  10. ঢাকা
  11. দেশজুড়ে
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. রাজবাড়ী
  15. সাতক্ষীরা

১৭ বছর পর ধানমন্ডিতে জুমার নামাজ আদায় করলেন ডা. জোবাইদা

প্রতিবেদক
admin
May 9, 2025 6:42 pm

ডেস্ক রিপোর্টঃ-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ১৭ বছর পরে দেশে ফিরে রাজধানীর ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার দুপুরে বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের বাসায় যান তিনি।

এরপর জুমার নামাজ পড়েন ধানমন্ডির একটি মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে। বাবার বাসা ‘মাহবুব ভবনে’ মা ইকবাল মান্দ বানুসহ পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটান জোবাইদা রহমান।

নামাজ শেষে মসজিদ থেকে বের হলে উৎসুক লোকজন তাকে দেখার জন্য অপেক্ষা করেন। এ সময় জোবাইদা রহমানের পরিবারের সদস্যসহ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ডা. জুবাইদা রহমান হাস্যোজ্জ্বল মুখে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত উঁচিয়ে সালাম দেন।

এরপর ধানমন্ডি থেকে বিকাল ৫টায় রওয়ানা হয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসায় ৭টার দিকে পৌঁছান। মাঝখানে তার গাড়িবহর সংসদ ভবনের আড়ং মোড়ে এবং মনিপুরী পাড়ার কাছে এবং বিজয়সরণি সড়কে যানজটে আটকা পড়ে। তার গাড়ির বহরে পুলিশ প্রটেকশন গাড়ি এবং ব্যক্তিগত নিরাপত্তার গাড়ি থাকলেও রাস্তায় কোনোরকম হুইসেল ব্যবহার না করেই সাধারণ যানবাহনের সঙ্গে জোবাইদা রহমানের গাড়িও ধীরে ধীরে যায়।

বেলা ১১টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’ থেকে বের হন জোবাইদা রহমান। তার সামনে পেছনে নিরাপত্তা বাহিনীর গাড়ি ছিল। ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি পুলিশ বাহিনী থেকে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

তার নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ কয়েকজন বিএনপি নেতা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির স্কয়ার হাসপাতাল থেকে মাকে নিয়ে মাহবুব ভবনে যান ডা. জোবাইদা রহমান। সেদিনই চিকিৎসকরা অবস্থার উন্নতি হওয়ায় তাকে (ইকবাল মান্দ বানু) ছাড়পত্র প্রদান করেন।

উল্লেখ্য, গত ৬ মে লন্ডন থেকে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। গুলশানে ফিরোজায় শাশুড়ির সঙ্গেই থাকছেন তারা। ডা. জোবাইদা রহমান প্রতিদিনই সকালে মাহবুব ভবনে যান। তবে রাতে গুলশানে শাশুড়ির সঙ্গে থাকছেন।

সর্বশেষ - কক্সবাজার

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমারে ফিরলেন ৩৪ সেনাসহ ৪০ নাগরিক

টেকনাফে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত।

বাংলাদেশ বিমানের টরন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন

নাইক্ষ্যংছড়ির তুমব্রু’তে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

হারের পর সমর্থকদের বিক্ষোভ-অবরোধ, অনুশীলন মাঠে ঘুমাতে হলো সেভিয়া খেলোয়াড়দের

টেকনাফের হোয়াইক্যংয়ে চাকমা সম্প্রদায়ের জমি জবর দখল! সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা 

বিশ্বের অন্য দেশ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে আমরা কেন পারবো না’

মানব পাচার প্রতিরোধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে…সোনিয়া লায়লা

পুলিশ দেখে দৌড় দিয়ে পুকুরে ঝাপ দিয়েও রক্ষা পেলোনা ইউপি সদস্য

টেকনাফে কমিউনিটির সংগৃহীত উপকরণ দিয়ে তরুণ-তরুণীদের সেতু নির্মাণ