Tuesday , 13 May 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. জাতীয়
  9. টেকনাফ
  10. ঢাকা
  11. দেশজুড়ে
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. রাজবাড়ী
  15. সাতক্ষীরা

বরাদ্দের চাল পাননি ৬৩ হাজার জেলে ২৭ দিনেও

প্রতিবেদক
admin
May 13, 2025 9:01 am

ডেস্ক রিপোর্টঃ-
কক্সবাজার শহর থেকে ৯৭ কিলোমিটার দূরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া। এই গ্রামে চার শতাধিক জেলে পরিবারের বসবাস। গত শনিবার দুপুরে গ্রাম ঘুরে দেখা গেছে, পরিবারগুলোতে চলছে খাদ্যসংকট। অনেক পরিবারের খাবার জুটছে এক বেলা। কিছু জেলে নাফ নদীর তীরের বেড়িবাঁধ ও পাশের বালুচরে বসে মাছ ধরার জাল মেরামত করছেন। অনেকের সময় কাটছে অলস।

গত ১৫ এপ্রিল থেকে বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ আহরণের ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার ২৭ দিন হতে চললেও গতকাল সোমবার পর্যন্ত এই গ্রামের কোনো জেলে সরকারি বরাদ্দের চাল পাননি। সরকারি নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার সময় প্রতিজন জেলেকে ৮৬ কেজি করে চাল বিতরণের কথা।

একই অবস্থা দেখা গেছে শাহপরীর দ্বীপ, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, নাইটংপাড়া, মহেশখালীয়া পাড়া, বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নেও। এসব এলাকার অন্তত ১২ হাজার জেলে পাননি সরকারি বরাদ্দের ওই চাল।

শাহপরীর দ্বীপ ও জালিয়াপাড়ার জেলে আবদুল গফুর ও সালামত উল্লাহ বলেন, মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মির গুলি ও অপহরণের কারণে পাঁচ-ছয় মাস ধরে তাঁরা সাগর ও নাফ নদীতে মাছ ধরতে পারেননি। মাছ ধরতে গিয়ে ইতিমধ্যে দুই শতাধিক জেলেকে ধরে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠী। সর্বশেষ গত ৮ এপ্রিল সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমানা থেকে অস্ত্রের মুখে চারটি ফিশিংবোটসহ ২৩ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

টেকনাফ ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম বলেন, বিজিবির তৎপরতায় সম্প্রতি কয়েক দফায় অপহৃত শতাধিক বাংলাদেশি জেলেকে ফেরত আনা গেলেও অনেকের খোঁজ নেই। তাতে অপহৃত জেলে পরিবারে এক দিকে উদ্বেগ-উৎকণ্ঠা, অন্যদিকে সরকারি বরাদ্দের চাল না পেয়ে হতাশা বিরাজ করছে।

সর্বশেষ - কক্সবাজার

আপনার জন্য নির্বাচিত

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

দুই দিনের সফরে কক্সবাজারে আসলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান

সাতক্ষীরায় গলায় ফাঁস লাগিয়ে বিজিবি সদস্যের “আত্মহত্যা”  শ্যামনগরের খবর, হাইলাইটস

সাতক্ষীরায় গলায় ফাঁস লাগিয়ে বিজিবি সদস্যের “আত্মহত্যা” শ্যামনগরের খবর, হাইলাইটস

রাজবাড়ী বিআরটিতে, দুদকের অভিযান, আটক ৪

মিয়ানমারে ফিরলেন ৩৪ সেনাসহ ৪০ নাগরিক

পাকিস্তানের লাহোরে সকালে “বিস্ফোরণের’ শব্দ

হারের পর সমর্থকদের বিক্ষোভ-অবরোধ, অনুশীলন মাঠে ঘুমাতে হলো সেভিয়া খেলোয়াড়দের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী প্রতিনিধি ও দুই সমন্বয়কের উপর” হামলা*

টেকনাফে কমিউনিটির সংগৃহীত উপকরণ দিয়ে তরুণ-তরুণীদের সেতু নির্মাণ

টেকনাফ-উখিয়া গহিন পাহাড়ে যৌথবাহিনীর অভিযান চলছে