ডেস্ক রিপোর্টঃ-
পুরান ঢাকার বংশালে মূল সড়কের দুই পাশে মালামাল ফেলে রেখে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোয় কয়েকটি কুরিয়ার সার্ভিসের ৫ কর্মকর্তা-কর্মচারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।