নিজস্ব প্রতিবেদকঃ-
কক্সবাজারস্থ নিরিবিলি রেস্তোরাঁয় কক্সবাজারের স্বনামধন্য কবিদের নিয়ে সাহিত্য আড্ডায় মোড়ক ও পাঠ উন্মোচিত হলো কবি আজিজুর রহমান এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘লোনাজলের ঢেউ’ এর । বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক, শেকড়সন্ধানী কবি,কবি সিরাজুল হক সিরাজ,কবি ও বহুমাত্রিক লেখক কামরুল হাসান,টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক কবি জাবীদ মাঈন্উদ্দিন। আন্তর্জাতিক কবি খ্যাত, কবি নিলয় রফিক, সমুদ্রকবি কবি মোস্তাক মুসা, কক্সবাজারের একমাত্র সূফীকবি নোমান মাহমুদ, অসংখ্য গ্রন্থের প্রণেতা কবি এম এরশাদুর রহমান ও লোনাজলের ঢেউ গ্রন্থের প্রণেতা কবি আজিজুর রহমান সহ আরো অনেকে।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন ‘ কবি আজিজুর রহমান এর লোনাজলের ঢেউ কাব্যগ্রন্থ শব্দের কারুকাজে সজ্জিত এক অনন্যা কাব্যগ্রন্থ। প্রেম বিরহ ও দ্রোহের কবিতা সমানভাবে স্থান করে নিয়েছে তার কাব্যগ্রন্থে। কবি আজিজুর রহমান এর লোনাজল ঢেউ পাঠক নন্দিত হোক এই প্রত্যাশা করছি ‘।